হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা ভয়াবহ আগুন এখনও পুরোপুরি নেভেনি। এ আগুনে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ জনের মতো নিখোঁজ রয়েছেন। ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত ১৮ ঘণ্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে এখন ৮০০ এর বেশি দমকল কর্মী কাজ করছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাইপো ডিস্ট্রিক্টের এই ওয়াং ফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স। আটটি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স। প্রতিটি ভবন ৩১ তলা উঁচু।

২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী, এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ৬০০ মানুষের জন্য এক হাজার ৯৮৪ টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এখন পর্যন্ত ৫৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে এখনও ২৭৯ জনের খোঁজ মেলেনি। এছাড়া ভবন থেকে উদ্ধার করা ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।
বহস্পতিবার পুলিশ জানিয়েছে, নির্মাণ কোম্পানিগুলো অনিরাপদ উপকরণ ব্যবহার করায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে।
বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। তারপর প্রায় ২৪ ঘণ্টা পরও দমকল কর্মীরা ৩২তলা ওই ভবনগুলোর ওপরের তলাগুলোতে সম্ভাব্য আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছতে বেগ পাচ্ছেন। তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে তাদের উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে, জানিয়েছে রয়টার্স।