ধামরাইয়ে পুকুরে মিলল যুবকের মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর মৎস্য খামারের পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ধামরাই থানার এসআই মো. ফারুক হোসেন।

নিহত হৃদয় হাসান (২৪) সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর (রড মিস্ত্রি) ছিলেন।
তিনি দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকায় সোলেমানের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ভাই মনু মিয়া জানান, আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ, তাকে আমরা খুঁজতেছিলাম। সকালে যখন ভেসে থাকা লাশের খবর পাই তখন ছুটে আসি। লাশ ছিলো পুকুরের মাঝখানে। পরে পুলিশ লাশ উদ্ধার করলে সনাক্ত করতে পারি এটা আমার ভাইয়ের লাশ।

এসআই ফারুক হোসেন বলেন, ‘জরুরি নম্বর ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমরা লাশ উদ্ধার করেছি। পরে নিহতের স্বজনেরা মরদেহের পরিচয় সনাক্ত করেছে।’ তিনি আরও বলেন, ‘হৃদয়কে হত্যার পর দুর্বৃত্তরা লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।’ আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • ধামরাই
  • পুকুর
  • মরদেহ
  • যুবক
  • #