জামালপুর কারাগারে হযরত আলী (২৫) নামে এক বন্দিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে গুরুতর আহত অবস্থায় কারারক্ষীরা ঢামেক হাসপাতালে ভর্তি করেন। হযরত আলী জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার টেংরি বাড়ি গ্রামের ইমাম হোসেনের ছেলে।
আলীর বাবা বলেন, প্রায় মাস খানেক আগে সে মাদক মামলার গ্রেপ্তার হয়ে জামালপুর কারাগারে বন্দি ছিল। বৃহস্পতিবার রাতে সেই কারাগারের কর্মকর্তারা প্রথমে জানিয়েছেন, আমার ছেলে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমি সেখানে যাওয়ার পর আমার ছেলেকে ঢাকায় নেওয়া হয়েছে বলে কারা কর্মকর্তারা জানায়।
কারা সূত্রে জানা গেছে, কারাগারে ভেতরে বৃহস্পতিবার সকালে ফ্যান ছাড়া নিয়ে সেখানকার অন্য এক বন্দির সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে দুই/তিনজন বন্দি মিলে দরজার চৌকাঠ খুলে তার মাথায় ও শরীরে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় প্রথমে তাকে জামালপুর কারাগার থেকে ময়মনসিংহ একটি হাসপাতালে নেয়া হয়।
পরে সেখানে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে অবগত করে ওই দিনই রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এবং কারারক্ষী আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।