ইন্দোনেশিয়ায় বন্যায় বিধ্বস্ত সুমাত্রা দ্বীপের কিছু বাসিন্দা বেঁচে থাকার জন্য খাবার ও পানি চুরি করতে বাধ্য হয়েছে বলে রবিবার কর্তৃপক্ষ জানিয়েছে। সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় আঘাত হানা এই বন্যায় এখন পর্যন্ত ৪৪২ জন নিহত হয়েছে— আরো মৃতদেহ উদ্ধার হলে এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এতে বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ ৯০ হাজার ৭০০ মানুষ। টানা বর্ষণে ভূমিধস সৃষ্টি হয়েছে, সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্বীপের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা এবং আচেহ—এই তিন প্রদেশে আরো ৪০২ জন নিখোঁজ রয়েছেন।
বৈরি আবহাওয়া ও ভারী যন্ত্রপাতির ঘাটতির কারণে উদ্ধারকাজও ব্যাহত হয়েছে। উত্তর সুমাত্রার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর সিবোলগা এবং মধ্য তাপানুলি জেলায় ধীরগতিতে ত্রাণ পৌঁছচ্ছে