তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস : পররাষ্ট্র উপদেষ্টা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই। পাসপোর্ট ছাড়া বিদেশে যারা অবস্থান করেন, তারা দেশে ফিরতে চাইলে সরকার একদিনের ব্যবধানে তার ট্রাভেল পাস ইস্যু করে থাকে। তারেক রহমান চাইলে সেই সুযোগ আছে। তিনি চাইলে একদিনের ব্যবধানে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।

তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেশে ফেরার ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনো আগ্রহ প্রকাশ করেনি তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি নেতারা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে গত শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্তমান সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানান তারেক রহমান। তবে তিনি এ-ও জানান, দেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।

  • ট্রাভেল পাস
  • তারেক রহমান
  • পররাষ্ট্র উপদেষ্টা
  • #