শেখ রেহানার ৭, শেখ হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সাত বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এই মামলায় শেখ হাসিনাসহ অপর ১৫ আসামির পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের পর গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলার মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

একইসঙ্গে পৃথক দুই মামলায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা এসব মামলায় পলাতক রয়েছেন।

  • কারাদণ্ড
  • টিউলিপ
  • শেখ রেহানার
  • শেখ হাসিনা
  • #