নারায়ণগঞ্জে সংগীতশিল্পীকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর সুমন খলিফা (৩২) নামে এক সংগীত শিল্পীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে রোববার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকার একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে বাইরে এসে আর অনুষ্ঠানস্থলে ফেরেননি। সর্বশেষ তার মধ্য নরসিংপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে।

নিহতের স্ত্রী সংগীতশিল্পী সোনিয়া আক্তার বলেন, রোববার রাতে আমরা দুজন ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলাম। অনুষ্ঠান চলাকালে সুমন বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। পরে সোমবার সকালে তাকে হত্যা ও মরদেহ উদ্ধারের খবর পাই।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারণে; কে বা কারা এ ঘটনায় জড়িত তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

  • নারায়ণগঞ্জ
  • সংগীতশিল্পী
  • হত্যা
  • #