সাত কলেজ শিক্ষকদের ফের কর্মবিরতির ডাক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশে একের পর এক অস্পষ্টতা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলে সরকারি সাত কলেজের শিক্ষকরা আবারও কর্মবিরতির ঘোষণায় ফিরেছেন। সোমবার (১ ডিসেম্বর) সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো চূড়ান্ত না হওয়ায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, আর শিক্ষক-শিক্ষার্থী উভয়ই এক ক্রান্তিকাল অতিক্রম করছেন। এ পরিস্থিতির দ্রুত সমাধান না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া অধ্যাদেশের সীমাবদ্ধতার কারণে ক্লাস শুরু নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। খসড়া অনুযায়ী, নতুন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র হিসেবে বিবেচিত হলেও সাত কলেজের শিক্ষকরা সেই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নন। এখনো চূড়ান্ত হয়নি অধ্যাদেশ, সিলেবাস ও প্রশাসনিক কাঠামো। ফলে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন।

পরিষদ বলছে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় মডেল সরকারি কলেজগুলোর সক্ষমতা সংকুচিত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আসনসংখ্যা কমে গেলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে উচ্চ ফি-নির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবেন। এতে শিক্ষার বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। অথচ জাতীয় শিক্ষা নীতি ২০১০ উচ্চশিক্ষার প্রসার বাড়ানোর কথা বলেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয়ের কোথাও অধ্যাদেশ, সিলেবাস, অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো চূড়ান্ত হওয়ার আগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের নজির নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধাঁচে ‘হাইব্রিড ও স্কুলিং-নির্ভর BOU 2.0 মডেল’ চাপিয়ে দিলে তা উচ্চশিক্ষার মানোন্নয়নের বদলে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যবহৃত হতে পারে।

এছাড়া অধ্যাদেশের ৬-এর ২(ক) ধারা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ‘উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা’ বাক্যাংশ উচ্চমাধ্যমিক পর্যায় বিলুপ্তির শঙ্কা তৈরি করেছে, যা সাত কলেজ ইস্যুকে আরও জটিল করছে।

  • ৭ কলেজ
  • কর্মবিরতি
  • ডাক
  • শিক্ষক
  • #