ফটিকছড়িতে গাছে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে সোহেল মিয়া নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল গ্রামের উদালিয়া চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল মিয়া (২১) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভুজপুর এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

উদালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মিজান বলেন, মরদেহের হাত-পা গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল। শরীরে একাধিক ধারালো অস্ত্রের জখম ও পিটুনির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুজপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

  • উদ্ধার
  • ফটিকছড়ি
  • মরদেহ
  • #