প্রতীকী ছবি
নরসিংদীর রায়পুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রান্তোষ সরকার (৪২) নামের এক স্বর্ণকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রান্তোষ সরকার ওই এলাকার সাধন সরকারের ছেলে।
প্রান্তোষের ভাবি হেনা রাণী জানান, সন্ধ্যায় দুই অপরিচিত ব্যক্তি প্রান্তোষের খোঁজে তার বাড়ির পাশে আসে।পরে তাকে বাড়ি থেকে ডেকে কাছের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, বর্তমানে প্রান্তোষের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, পেশায় স্বর্ণকার এক ব্যক্তিকে সন্ধ্যায় ডেকে নিয়ে দুর্বৃত্তরা বুকে গুলি করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনি মারা যান। নিহতের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানান, এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা তিনি শনাক্ত করতে পারেননি।