আপত্তি ওঠার পরও উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া। অন্যদিকে, নির্বাচনি আইন ও বিধিতে আরেক দফা সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পাস হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংক্রান্ত সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউনূস।
ভোটের আগে ‘তাড়াহুড়া করে’ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে দুটি আইন করার অভিযোগ উঠেছিল, পুলিশ কমিশন অধ্যাদেশ তার একটি। আপত্তি ওঠা আরেকটি অধ্যাদেশ এনজিওর বৈদেশিক অনুদান সংক্রান্ত, যেটির খসড়া অনুমোদন পায় ২৯ নভেম্বরের বৈঠকে।
সেদিনের বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়াও উঠেছিল, কিন্তু অনুমোদন না দিয়ে আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরের সভায় উত্থাপনের নির্দেশ দেয় উপদেষ্টা পরিষদ। সেই মোতাবেক বৃহস্পতিবারের সভায় অধ্যাদেশটি উঠলে উপদেষ্টা পরিষদ তাতে সায় দেয়।
এ বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া পাস হয়েছে। পুলিশকে জনবান্ধব করতে এই কমিশন সরকারকে সুপারিশ করবে। পেশাগত ক্ষেত্রে পুলিশের অভিযোগগুলোও দেখবে।’
উপদেষ্টা পরিষদে ওঠার আগেই পুলিশ কমিশন অধ্যাদেশ ও এনজিওর বৈদেশিক অনুদান সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে আপত্তি তোলে বিএনপি।
দলটি মনে করে, জাতীয় নির্বাচনের আগে এ ধরনের আইন করার পেছনে সরকারের ‘ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে।
২৮ নভেম্বর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়া করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের আগে এ ধরনের আইন পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে নির্বাচনি আইন ও বিধিতে আরেক দফা সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পাস হয়েছে। এ সংশোধনের ফলে পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা হবে এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসে এসব কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।’
এদিকে ‘পোস্টাল ভোটিং’ যুক্ত হওয়ার পর গণভোট অধ্যাদেশের সঙ্গে সমন্বয় রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগের কথা বলে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ‘গণভোটের কারণে আরপিওতে আবার সংশোধনী আনতে হচ্ছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন করতে হচ্ছে। আচরণবিধিতেও ভাষাগত সংশোধন আসছে। এটা চলমান প্রক্রিয়া।’