রাবিতে বই কিনি জাতীয় উৎসব, ২০ গুণিজনকে সংবর্ধনা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

‘বই হোক আদর্শ জীবনের সঙ্গী’ এই প্রতিপাদ্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেছেন, একটি ভালো বই জীবন বদলে দিতে পারে। আধুনিকতা, প্রযুক্তির ভেতর থেকেই সবাইকে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অবসরে, কাজের ফাঁকে, চলার পথে বিভিন্ন যানবাহনে বসেও বই পাঠ করে। এই অভ্যাসটি আমাদের গড়ে তুলতে হবে। তাহলেই আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো।

শুক্রবার রাবির সিনেট ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম ও প্রফেসর ড. মো. মাঈন উদ্দীন। সভাপতিত্ব করেন রাবির ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম। এছাড়া সূচনা বক্তব্য রাখেন বই কিনি উৎসবের আহ্বায়ক ও ছোটকাগজ আরশি সম্পাদক মাহফুল আখতার। অনুষ্ঠানে সাহিত্য, সমাজসেবা, প্রকাশক ও সংগঠকসহ ২০ জন গুণীকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- কবিতায় শিবলী মোকতাদির, ছড়াসাহিত্যে মাসুম আওয়াল, কথাসাহিত্যে আনিফ রুবেদ, শিশুসাহিত্যে আজিজ রাহমান, লোক সাহিত্যে ড. আমিরুল ইসলাম, ছোটদের কাগজ (কুঁড়ি সম্পাদক) এম এ খালেক, সম্পাদনায় অচিন্ত্য চয়ন, সংগঠক ওমর ফারুক, প্রকাশনায় মঈন মুরসালিন, সমাজসেবায় অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সেরা পাঠক হিসেবে আহমেদ জোহা এবং কথাসাহিত্যে রোমেনা আফাজ (মরণোত্তর)।
২য় পর্বে সম্মননা প্রদান করা হয় কবিতায় নিখিল নওশাদ, ছড়াসাহিত্যে আমির খসরু সেলিম, কিশোরগল্পে রাহমান ওয়াহিদ, ছোটগল্পে আনিছুর রহমান, প্রবন্ধে শোয়েব শাহারিয়ার, ছোটকাগজ সম্পাদক প্রত্যয় হামিদ, সংগঠক এইচ আলিম এবং সমাজসেবায় এম রহমান সাগরকে।

আয়োজক কবি-সম্পাদক মাহফুল আখতার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ৯টায় উদ্বোধনীর পর থেকে দেড়শতাধিক কবি কবিতা পাঠ, সেমিনার, আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্র নেন। অনুষ্ঠানে ঢাকা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার কবিরা অংশ নেন।

  • গুণিজন
  • রাবি
  • সংবর্ধনা
  • #