গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি প্রার্থী মজিবুর রহমান এবং মনোনয়ন বঞ্চিত ইসরাক সিদ্দিকীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শামিম জানান।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক সিদ্দিকীর দাবি, এ আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটকও করা হয়।
বিএনপি প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, আমাদের কর্মীরা ওই এলাকাটিতে নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন। হঠাৎ করে দুষ্কৃতকারীরা আমাদের কর্মীদের উপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শামিম বলেন, দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।