চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে নয়ন আলী (২৮) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাড়ি থেকে বাবুপুর মোড়ের আমবাগান সংলগ্ন এলাকায় দুষ্কৃতকারীদের হামলার শিকার হন নয়ন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।

নয়ন আলী নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিরাটুলি বাবুপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি আশরাফুল ইসলামের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাড়ি থেকে বাবুপুর মোড়ের আমবাগান সংলগ্ন এলাকায় দুষ্কৃতকারীদের হামলার শিকার হন নয়ন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে পাঠায়।

সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।

সূত্রগুলো আরো জানায়, নয়নের ওপর হামলাকারীরা বিএনপির কর্মী-সমর্থক। সংশ্লিষ্ট গ্রাম পুলিশ বিকাশ বলেন, নিজেদের মধ্যে শত্রুতার জেরেই ঘটনাটি ঘটেছে বলে শোনা গেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় সোমবার রাত ১২টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্তের পরই ঘটনার কারণ বলা যাবে।

  • কর্মী
  • চাঁপাইনবাবগঞ্জ
  • নিহত
  • বিএনপি
  • শিবগঞ্জ
  • #