রাজধানীর লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

রাজধানীর লালবাগে শত্রুতার জের ধরে মো. হোসেন (২৪) নামের কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে লালবাগের শহীদনগর এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মো. হোসেন এমিটেশনের জিনিস (কানের দুল) তৈরির কারখানায় কাজ করতেন। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে লালবাগের শহীদনগর ২ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার বিকেলে মো. হোসেন কারখানা থেকে বাড়িতে ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বিকেল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সুরাইয়া আক্তারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত বখাটে আবির তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবির ও নিহতের বন্ধু নিরবের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় হোসেন নিরবের পক্ষ নেয়। সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি আবার সমঝোতা হলেও বিষয়টি মেনে নেয়নি আবির।

  • যুবক
  • রাজধানী
  • লালবাগ
  • হত্যা
  • #