ডিএসসিসির গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষাথী নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজী ইরাম রিদওয়ান (২৬) ও তাহসিন তপু (২৫)। তাদের মধ্যে রিদওয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং তপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী ছিলেন।

ডেমরা থানার এসআই মো. রুবেল গণমাধ্যমকে জানান, ডিএসসিসির ট্রাকটা (কোনাপাড়ার) মিনি কক্সবাজারের দিক থেকে আসতেছিল। আর মোটরসাইকেলটা তার বিপরীত দিকে যাচ্ছিল। এসময় দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গায়ে-হলুদের একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

  • গাড়ি
  • ডিএসসিসি
  • ধাক্কা
  • নিহত
  • #