রাজধানীর পল্টনের বিজয়নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্টন থানার এসআই নুরুজ্জামান জানিয়েছেন, সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
মৃত জাপা নেতার নিকটাত্মীয় শাহীন বলেন, মৃত শহিদুল ইসলাম বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে বাগেরহাট-২ থেকে এমপি নির্বাচন করেছেন। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। গ্রামের বাড়িতেই থাকেন। পার্টির কাজে ঢাকায় আসলে ওই হোটেলে উঠেন। বুধবার পার্টির কাজে ঢাকায় এসে সকাল ৮টার দিকে তিনি হোটেলে উঠেছিলেন।
তিনি বলেন, মৃত শহিদুল এমনিতেই হার্টের রোগী ছিলেন। গত রমজান মাসে স্ট্রোক করেছিলেন। আমরা ধারণা করছি, হয়তো তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।