কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পর্যটনকেন্দ্র কুয়াকাটার ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে কুয়াকাটা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের পর্যটক রেজিস্টার অনুযায়ী ওই নারী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা বলে উল্লেখ করেন।

মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) আরিফ হোসেন নামের এক যুবক এবং ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা আসেন।

পরে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। গতকাল বুধবার বিকাল থেকে ওই হোটেলের কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ভেতরে ঢুকে রুমের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই পর্যটকের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় ভেতর থেকে দরজার ছিটকানি লাগানে ছিল বলে নিশ্চিত করেন উপস্থিত পুলিশ সদস্যরা। ধারণা করা হচ্ছে নারী মৃত্যুর আগে থেকেই পলাতক রয়েছে ওই নারীর স্বামী পরিচয় দেওয়া আরিফ।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পর গভীর তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

  • আবাসিক হোটেল
  • কুয়াকাটা
  • নারী
  • পর্যটক
  • মরদেহ
  • #