সাংবাদিক নূরুল কবিরকে হেনস্তা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
ছবি : নূরুল কবির (সংগৃহীত)

সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ এইজ সম্পাদক নূরল কবীর হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। তাদের থামাতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি।

এ ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলোয় দেখা যায়, তাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিচ্ছেন এক যুবক। ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিও দেওয়া হয়। তাকে ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতেও দেখা যায়।

রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পড়ে। এরপর বিক্ষুব্ধরা মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্থিত হয়।  একপর্যায়ে অফিসে ঢুকে ভাঙচুর করে। কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ হয়।

  • নূরুল কবির
  • সাংবাদিক
  • হেনস্তা
  • #