প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলায় উদ্বেগ প্রকাশ সিপিজের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয় ও প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে’র এশিয়া শাখা) উদ্বেগ প্রকাশ করে। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে এ উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে প্রতিনিধিরা দেখেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পর্যালোচনার কাজ করছেন। ভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ডেইলি স্টার ভবনের ১ থেকে ৩তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে। আগুনে এসব তলার অফিস কক্ষ, আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ৪ থেকে ৭তলা পর্যন্ত অফিসের প্রায় সব সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। কাগজপত্র, কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন উপকরণ তছনছ করে ফেলা হয়েছে। এক কথায় পুরো ভবনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সিপিজের ওই পোস্টে বলা হয়, রাতে সাংবাদিকদের ভবনের ভেতরে রেখেই অগ্নিসংযোগ করে হামলাকারীরা। পরে যদিও তাদের উদ্ধার করা হয়।

পরিস্থিতি তাদের পর্যবেক্ষণে রয়েছে উল্লেখ করে সিপিজে। বাংলাদেশের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনাতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে তারা।

  • অগ্নিসংযোগ
  • অফিস
  • দ্য ডেইলি স্টার
  • প্রথম আলো
  • ভাঙচুর
  • হামলা
  • #