সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান। তিনি জানান, মধ্যরাতের দিকে কে বা কারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ সংযোগ করে। এতে দ্বিতল বাড়ির দুইটি কক্ষ ও একটি গাড়ি পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

  • আগুন
  • বাড়ি
  • ব্যারিস্টার আনিস
  • সাবেক মন্ত্রী
  • #