দক্ষিণ সুদানে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর মরদেহ অবশেষে স্বদেশের মাটিতে এসে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ এই বীর সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে এক অতর্কিত ও নৃশংস সন্ত্রাসী হামলায় এই ছয় সেনাসদস্য প্রাণ হারান।

মরদেহগুলো দেশে পৌঁছানোর পর সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয় এবং সামরিক মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। দক্ষিণ সুদানের ওই হামলায় শুধু ছয়জন নিহতই হননি, বরং আহত হয়েছেন আরও আটজন সেনাসদস্য।

নিহতদের মধ্যে রয়েছেন নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। শহীদদের এই আত্মত্যাগ বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার ও বীরত্বের স্বাক্ষর হিসেবে গণ্য হচ্ছে।

হামলায় আহত শান্তিরক্ষীদের বর্তমানে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতদের তালিকায় রয়েছেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।

  • ঢাকা
  • বাংলাদেশি
  • মরদেহ
  • শান্তিরক্ষী
  • #