নারায়ণগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রীর মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রীর নাম আকলিমা (১৩)। সে দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম মো. আলী।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরের পর থেকে আকলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে আজ ভোরে স্থানীয়রা দড়ি সোনাকান্দা এলাকায় এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে আঁচড়ের চিহ্ন আছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

  • নারায়ণগঞ্জ
  • নিখোঁজ
  • মরদেহ
  • স্কুলছাত্রী
  • #