রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসত ঘরে লাগা আগুনে পুড়ে দাদি ও নাতনি মারা গেছে। বুধবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের কাদির পাড়া ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডে ছয়টি বসত ঘর পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। নিহতরা হলেন রুমি আক্তার (৫৫) ও তার নাতনি জান্নাত (৫)।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা অর্জুন বাড়ৈ  বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। সকার ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে তিনটি ইউনিট পৌঁছে পৌনে ১০টার দিকে আগুন নির্বাপণ করেছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।

আগুনে ছয়টি বসত ঘর পুড়ে গেছে জানিয়ে অর্জুন বাড়ৈ বলেন, স্থানীয় লোকজনের কাছে তারা শুনেছেন ওই সময়ে ঘরে দাদী-নাতনি ঘুমিয়ে ছিল। আগুন লেগে যাওয়ায় তারা ঘর থেকে বের হতে পারেনি।

  • আগুন
  • দাদি-নাতনি
  • মৃত্যু
  • রাঙ্গুনিয়া
  • #