প্রতীকী ছবি
ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় বিমল কুমার দাস (৬২) নামে এক কয়েদির মৃত্যুর হয়েছে। তিনি একটি চেক ডিজঅনার মামলায় কারাগারে সাজা ভোগ করছিলেন। বৃহস্পতিবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রিজন সেলে স্থনান্তর করা হয়।
মৃত বিমল কুমার দাস মাদারীপুর সদর উপজেলার কদমতলী আমিরাবাদ গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে। তিনি ডায়াবেটিসসহ বয়স্কজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মাদারীপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ২৩ ডিসেম্বর তাকে মাদারীপুর কারাগার থেকে ফরিদপুর কারাগারে আনা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেল সুপার নজরুল ইসলাম বলেন, একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে সাজা ভোগ করছিলেন। তিনি মাদারীপুর কারাগারে ছিলেন।
ওই হাজতি ডায়াবেটিসসহ বয়স্কজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মাদারীপুর কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ২৩ ডিসেম্বর তাকে মাদারীপুর কারাগার থেকে ফরিদপুর কারাগারে আনা হয়। ফরিদপুরে আসা মাত্রই তাকে হাসপাতালের প্রিজন সেলে স্থনান্তর করা হয়। আজ শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে মৃতের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হবে।