বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহতরা হলেন বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও তাঁর ছোট ভাই আব্দুল কাইয়ুম (৪৮)। এ ঘটনায় গুরুতর আহত মো. জমির উদ্দিন (৪৫) একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। নিহত জামাল ও কাইয়ুম আপন ভাই।
নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা।

নিহত দুজন হলেন বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • কুপিয়ে
  • বাড়ি
  • মৌলভীবাজার
  • হত্যা
  • #