প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বারান্দার গ্রিলে ঝুলন্ত অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয় ভবনের বারান্দার বাহিরে গ্রিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন পুলিশ। তবে তার দুই পা মেঝেতে ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই বৃদ্ধ রাতে বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে ছিল। রবিবার সকালে হাঁটতে গিয়ে কয়েকজন তাকে বিদ্যালয়ের বারান্দার বাহির গ্রিলে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দেওহাটা ফাঁড়ির পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।