প্রতীকী ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে নুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির গলা কেটে বাঁশঝাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর গ্রামের আবেদ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নুরুল ইসলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে অর্ধমৃত অবস্থায় দেখতে পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, অর্ধ-গলাকাটা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। লোকটি এখনো বেঁচে আছেন। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।