এনসিপি থেকে দূরে সরলেন আরও তিন নেতা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যক্রম থেকে আরও ৩ নেতা নিজেদের গুটিয়ে নিয়েছে। ফেনী-৩ আসনে দলটির সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এবং দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

ফেনী-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম দলটির সব পদ ও প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এ ঘোষণার পর ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। দলটির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দিশা নিয়ে অসন্তোষ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এনসিপি ছাড়ার কথা জানান তিনি।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

 

  • এনসিপি
  • #