রাজধানীর গুলশান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)।
ডিএমপি সূত্রে জানা গেছে, ওই এলাকার চেকপোস্টে টহল চলাকালে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি শুরু করে। এ সময় পালানোর চেষ্টা করলে রাসেল ও মহিউদ্দিনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করে গুলশান থানা–পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস জানতে তদন্ত চলছে।