রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অস্ত্রধারীকে আটক করে পুলিশে দেয় জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স।
আটক যুবকের নাম মো. আরাফাত জামান (৩৯)। বর্তমানে তাকে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। থানার দায়িত্বে থাকা পুলিশ উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবককে আটক করে থানায় আনা হয়েছে। সিনিয়র কর্মকর্তারা তার কাছ থেকে বিস্তারিত তথ্য যাচাই করছেন।
পুলিশ জানায়, যুবকের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি খেলনার, যা দেখতে বাস্তব পিস্তলের সদৃশ। যুবক কেন পিস্তল এনেছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।