খালেদা জিয়ার জানাজায় আসছেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিলো। তবে তার পরিবর্তে বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক ঢাকায় আসবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ইসহাক দার।

এর আগে, মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক্সে দেয়া শোক বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজার নামাজ পড়াবেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

  • খালেদা জিয়া
  • জানাজা
  • #