গাইবান্ধায় গাছচাপায় দুই বোন নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
ছবি : নিহত দুই বোনের স্বজনদের আহাজারি

গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে গাছের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বিষয়টি জানাজানি হলে অসংখ্য নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। নিহত ওই বোনদের নাম ফিহামণি (১১) ও জান্নাতি (দেড় বছর)। তারা ওই এলাকার স্থানীয় চা দোকানি ফরিদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নতুন বই পাওয়ার আনন্দে বাবার কাছে ১০ টাকা নিয়ে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ফিহামনি বিকেলে ছোট বোন জান্নাতিকে নিয়ে পিঁয়াজু কিনতে ও খেলতে বাইরে বের হয়। তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে কোনো ধরনের সতর্কতা অবলম্বন না করে প্রতিবেশী মতিয়ার রহমানের মালিকানাধীন সীমানা প্রাচীরের পাশের একটি ৪০ ফিট লম্বা পাম ট্রি কাটতে যান তাদের স্বজন জহুরুল ইসলাম, মধু মিয়া ও আবদুস সাত্তারসহ কিছু লোক। এসময় পাশের জমিতে খেলছিল ওই দুই বোন। দড়ি দিয়ে না বেঁধে কাটায় হঠাৎ করে টিনের সীমানা প্রাচীর ভেঙে গাছটি সরাসরি ওই দুই বোনের ওপর পড়ে। ঘটনাস্থলেই চাপা পড়ে নিহত হয় ওই দুই বোন। বেগতিক দেখে ওই অবস্থায় বোনদের মরদেহ রেখে গাছ কাটতে আসা লোকজন সরে পড়েন।

ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, রাতে তার কাছে এই মৃত্যুর খবর আসে। তিনি ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশকে খবর দেন। রাত প্রায় ১০টার দিকে সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

মেয়ের আনা নতুন বই বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বাবা ফরিদ মিয়া বলেন, তার এই দুটি সন্তানকে ঘিরেই সব স্বপ্ন ছিল। দুপুরে স্কুল থেকে বই এনে তাকে দেখিয়ে ফিহামনি বলেছিল, এখন থেকে খুব মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু কী হয়ে গেল!

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নিয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • গাইবান্ধা
  • গাছচাপা
  • দুই বোন
  • নিহত
  • #