ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনাসদস্যও রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমস এক জ্যেষ্ঠ ভেনেজুয়েলান কর্মকর্তার বরাতে জানিয়েছে, মার্কিন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘মার্কিন হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য উভয়ই রয়েছেন।’
মার্কিন হামলার সময় কারাকাসের কাছে কাতিয়া লা মার অঞ্চলের একটি তিনতলা বেসামরিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে ৮০ বছর বয়সী রোজা গঞ্জালেজ নিহত হন এবং আরো একজন গুরুতর আহত হন।
জর্জ নামের ৭০ বছর বয়সী এক প্রতিবেশী নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তিনি বিমান হামলায় সবকিছু হারিয়েছেন। হামলায় আহত উইলম্যান গঞ্জালেজকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাড়ি হারানোর পর তিনি এখন কোথায় যাবেন, তিনি বলেন, আমি জানি না। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই হামলার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে। এ হামলায় ভেনেজুয়েলার স্বাধীনতার নায়ক সিমন বলিভারের একটি প্রতিকৃতি ভেঙে পড়ে।
শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।