দেশে ২০২৫ সালে ২৮০৮ নারী ও কন্যা নির্যাতনের শিকার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

দেশে ২০২৫ সালে ২ হাজার ৮০৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পরিষদের তথ্যমতে, নির্যাতনের শিকার হওয়াদের মধ্যে ১ হাজার ২৩৪ জন কন্যা ও ১ হাজার ৫৭৪ জন নারী। সবচেয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে যৌন সহিংসতার ক্ষেত্রে। গত বছরে দেশে মোট ৭৮৬ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৫৪৩ জন কন্যা ও ২৪৩ জন নারী।

ধর্ষণের ঘটনাগুলোর মধ্যে ১০৪ জন কন্যা ও ৭৫ জন নারীসহ ১৭৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া ১৮ জন কন্যা ও ১৩ জন নারীসহ ৩১ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং পাঁচজন কন্যা ও দুই নারীসহ সাতজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। একই সময়ে ১৪৭ জন কন্যা ও ৪১ জন নারীসহ ১৮৮ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৬৯ জন, যার মধ্যে ১১২ জন কন্যা। উত্ত্যক্তের শিকার হয়েছেন ৫৫ জন। এ কারণে একজন কন্যা ও তিনজন নারীসহ চারজন আত্মহত্যা করেছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন ছয় কন্যাসহ ১৯ জন।

এছাড়া একই বছর বিভিন্ন কারণে ৭৩৯ জনকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ১০৭ জন কন্যা ও ৬৩২ জন নারী। চার কন্যাসহ ২১ জন হত্যাচেষ্টার শিকার হয়েছেন। ৬০ কন্যাসহ ২৩০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং ১৯৬ জন আত্মহত্যা করেছেন। অন্যান্য নির্যাতনের মধ্যে রয়েছে– এসিডদগ্ধ ৯ জন, অগ্নিদগ্ধ ৩৪ জন, যৌতুকের কারণে নির্যাতন ৫২ জন, পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতন ৩৭ জন, গৃহকর্মী নির্যাতন ১৭ জন, অপহরণের শিকার ৭১ জন এবং অপহরণচেষ্টা ৩৪ জনকে।
এদিকে, ২৪ জন কন্যাসহ ৫৫ জন পাচারের শিকার হয়েছেন। এছাড়া শারীরিক নির্যাতনের শিকার ১৩৮ জন, ফতোয়ার শিকার একজন, বাল্যবিয়ের ঘটনা ৮টি ও বাল্যবিয়ের চেষ্টা ১৭টি এবং জোরপূর্বক বিয়ের শিকার হয়েছেন দুজন। পাশাপাশি ৮৯ জন অন্যান্য নির্যাতনের শিকার হয়েছেন।

  • কন্যা
  • নারী
  • নির্যাতন
  • #