ঢাকার কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণের ঘটনায় সাব্বির রহমান (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদাবাগ নিউ টাউন সিটি এলাকায় রবিউল ইসলামের মালিকানাধীন কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত সাব্বির পাবনা জেলার সদর থানার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। আহত শ্রমিকদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে কারখানাটি চালু করা হয়। প্রতিদিনের মতো সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একপর্যায়ে ফায়ার সার্ভিস দগ্ধ অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুপুরে কারখানাটিতে বিস্ফোরণের খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক দ্রব্য ও সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও সনদ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।