মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে প্রথম দিনে জমা ৪২টি আপিল আবেদন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে প্রথম দিনে ৪২টি  আপিল আবেদন জমা পড়েছে। এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, অবাধ-সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন আত্নবিশ্বাসী। তিনি বলেন, দেশে নির্বাচন আয়োজনের ভালো পরিবেশ রয়েছে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে, এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সারাদেশে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র যাচাই শেষে রোববার ৩০০ আসনে ১ হাজার ৮৪২ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। বাতিল হয় ৭২৩ জনের মনোনয়নপত্র।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমার জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে ১০টি বুথ তৈরি করা হয়েছে।

সোমবার আপিল জমা দেওয়ার কার্যক্রম শুরুর পর প্রথম দিনেই বিভিন্ন অঞ্চল থেকে আসেন প্রার্থীরা। বাদ পড়াদের প্রায় অর্ধেকই স্বতন্ত্র। ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গড়মিলে বাদ পড়েছেন অনেকে। এছাড়া হলফনামায় অসম্পূর্ণ ও মিথ্যা তথ্য, মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি, বিল খেলাপিসহ নানা ত্রুটির কারণে বাতিল হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র।

সোমবার বুথ পরিদর্শন শেষে সিইসি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ রয়েছে। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রার্থিতা ফিরে পেতে আবেদনের পাশাপাশি অন্যের প্রার্থিতার বিরুদ্ধেও অভিযোগ জানিয়ে আপিল করা যাবে।

আগামী ১০ থেতে ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে, সিইসির সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার আপিল শুনানি করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।

  • আপিল
  • আবেদন
  • মনোনয়ন
  • #