ঢাবির আ.লীগপন্থি ৪ শিক্ষককে বহিষ্কারের জন্য অভিযোগ গঠন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগপন্থি নীল দলের চার শিক্ষককে বহিষ্কারের জন্য চার্জ গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ ঢাকা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

সাইফুদ্দিন আহমেদ বলেন, তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। তাদের শোকজ করা হবে যে কেন আপনাদের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হলো ও কেন আপনাদের বহিষ্কার করা হবে না। উনারা শোকজের জবাব দিবেন এবং তার উপরে ভিত্তি করে তদন্ত চলবে। এখনই বহিষ্কার করা হয় নাই। তবে, বহিষ্কারের জন্য চার্জ গঠন করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকরা হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মশিউর রহমান। তারা সবাই আওয়ামী লীগের শিক্ষক নেতা হিসেবে পরিচিত।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় চার্জ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

 

  • আ. লীগপন্থি
  • গঠন
  • চার্জ
  • ঢাবি
  • বহিষ্কার
  • শিক্ষক
  • #