দুই স্ত্রীসহ মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জানতান এবং তার দুই স্ত্রীকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। ইতোমধ্যে তাদেরকে আদালতেও হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও স্টার মালয়েশিয়া।

সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান, তার দুই স্ত্রী ও অপর দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। হাফিজউদ্দিন ও তার দুই স্ত্রীকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছে মালয়েশিয়ার দুদক এমএসিসি।

সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ এমএসিসির ভ্যানে করে স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাদের আদালতে আনা হয়। সেদিন একই মামলার সূত্রে অপর এক দম্পতিকেও আটক করা হয়। তাদেরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি জানান, এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

  • আটক
  • মালয়েশিয়া
  • সাবেক সেনাপ্রধান
  • #