ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজার এলাকার ঢাকার পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ইয়ানুর রহমান স্থানীয় যুবদল নেতা। তিনি উপজেলার ছালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) হাফিজ মো. রায়হান।

হত্যার প্রতিবাদে রাতেই অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় ওই এলাকায় রাত থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইয়ানুরকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ইয়ানুর রহমানের সাথে একই এলাকার মোস্তফার বিরোধ ছিল। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে শালাইপুর বাজার থেকে ইয়ানুর ও তার ছোট ভাই মোমিন বাড়িতে আসার পথে ঢাকার পাড়া মোড়ে প্রতিপক্ষরা হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানুলমারা যায় এবং তার ভাই মোমিন আহত হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জানান, ইয়ানুর যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।

এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফার পুত্রবধু ইসরাত জাহান কেমি বলেন, বেশকিছু দিন ধরে ইয়ানুরদের পরিবারের সাথে তাদের পরিবারের বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে সেই বিরোধের মীমাংসা হয়েছে। আমরা এসবের কিছুই জানি না। হঠাৎ বৃহস্পতিবার রাত তিনটার দিকে গ্রামের লোকজন এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয়। আমরা যে যার মতো বাড়ি থেকে বাইরে গিয়ে প্রাণে বেঁচে যাই।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুরের মৃত্যু হয়েছে। ঘটনার আসল রহস্য উদ্ধারে পুলিশ কাজ করছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।

  • ছুরিকাঘাত
  • জয়পুরহাট
  • পাঁচবিবি
  • মৃত্যু
  • যুবক
  • #