বাগেরহাটে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত শুকুরণ বেগম উপজেলার পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে স্থানীয়রা কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমেকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।

  • উদ্ধার
  • নারী
  • বাগেরহাট
  • লাশ
  • #