গতবছরে সড়কে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৫৯ জন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

২০২৫ সালে দেশে সুড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৫৮৪টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। নিহতের মধ্যে নারী ৯৬২জন। আর শিশু ১০০৮ জন। শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, ৩০২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২৬৭১ জন। যা মোট নিহতের ৩৬ দশমিক দুই নয় শতাংশ। দুর্ঘটনায় ১ হাজার ৫৬৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক দুই পাঁচ শতাংশ।

পরিসংখ্যান বলছে, এসব দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪১ জন। যা মোট নিহতের ১২ দশমিক সাত আট শতাংশ। এ সময়ে ১৩২টি নৌ-দুর্ঘনায় ১৪৯ জন নিহত হয়েছেন। আর ১২৩ জন আহত হয়েছেন। ৫১৯টি রেল দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত ও ১৫২ জন আহত হন। এ ছাড়া নিখোঁজ হয়েছেন ৩৪ জন।

  • ২০২৫
  • দুর্ঘটনা
  • সড়ক
  • #