পিটিয়ে হত্যার পর ব্যবসায়ীর মরদেহ ধানক্ষেতে ফেলে গেল দুর্বৃত্তরা

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বগুড়ার শেরপুরে আব্দুল হামিদ মন্ডল (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার জামালপুর গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল হামিদ মন্ডল জামালপুর গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে রাস্তার পাশে ধানক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি হামিদুল মন্ডলের বলে শনাক্ত করেন। তার গলা, নাক ও ঘাড়ের এক পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, হামিদুল পেশাদার ধান ব্যবসায়ী ছিল। ব্যবসায়িক লেনদেনের কারণে তার কাছে নগদ টাকা থাকার কথা। ধারণা করছি, টাকা লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

নিহতের স্ত্রী রাফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকেলে আমার সঙ্গে শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। সারারাত খোঁজ করেও কোনো সাড়া পাইনি। সকালে জানতে পারি তার লাশ পাওয়া গেছে।

এ বিষয়ে শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মরদেহে আঘাতের চিহ্ন দেখে এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

  • পিটিয়ে
  • বগুড়া
  • শেরপুর
  • হত্যা
  • #