প্রতীকী ছবি
ভোলার তজুমদ্দিনে মো. শাকিল (৩০) নামের এক যুবককে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় তাঁকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামে স্টাম্প দিয়ে আঘাত করা হয়। রোববার ভোরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট এবং হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় রোববার সকালে তাঁর বাবা তজুমদ্দিন থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিলের ছোট ভাই রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। এ নিয়ে শনিবার বিকেলে স্থানীয় মাঠে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। রাকিব ঝগড়া থামাতে গিয়ে তামিমকে চড়থাপ্পড় দেন। ওই দিন সন্ধ্যায় শাকিল স্থানীয় কেরানির দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় তামিম পেছন থেকে এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। তাকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান উপস্থিত লোকজন। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। ভোরে সেখানে তিনি মারা যান।
তজুমদ্দিন থানার ওসি আবদুস সালাম জানান, হত্যা মামলার একমাত্র আসামি তামিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।