দক্ষিণ এশিয়ার চার দেশ বাংলাদেশ, ভারত নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। ধারাবাহিক ‘জালিয়াতির ঘটনার’ প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
রোববার ‘নিউজ ডটকম ডটএইউয়ের’ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের শিক্ষার্থীরাও ভিসা পাওয়ার ক্ষেত্রে এই কড়াকড়ির মুখে পড়বেন।
সংবাদমাধ্যমটি বলছে, গেল বছর অস্ট্রেলিয়ায় যত বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তার এক তৃতীয়াংশই এই চার দেশের। এখন থেকে এসব দেশের শিক্ষার্থীদের ভিসা যাচাইয়ের প্রক্রিয়া ‘লেভেল-টু’ থেকে ‘লেভেল-থ্রি’ তে উন্নীত করা হয়েছে।
স্বরাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে ‘নিউজ ডটকম ডটএইউ’ বলেছে, ২০২৬ সালের ৮ জানুয়ারি এই পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে জালিয়াতির সমস্যাগুলো আরো ভালোভাবে যাচাই করা সম্ভব হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের মানসম্মত সুবিধা দেওয়া অব্যাহত রাখা যাবে।