স্বামীসহ হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নিতে আসা এক গৃহবধূকে স্বামীর কাছ থেকে আলাদা করে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। একই সঙ্গে তাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে গিয়ে ভুক্তভোগী নারীকে দেখে আসেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, ‘বাদীর অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সদর উপজেলার আনসার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই সদস্যকে তাৎক্ষণিকভাবে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। কোনও ব্যক্তির অপরাধের দায় বাহিনী বহন করবে না। বিষয়টি তদন্তে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই অভিযুক্তরা সর্বোচ্চ শাস্তি পাক।’

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালের দায়িত্বরত সব আনসার সদস্যকে ডেকে এনে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’

  • আটক
  • গৃহবধূ
  • ধর্ষণ
  • হাসপাতাল
  • #