টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য ভারতের মাটিতে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী, ভারতের ভেন্যুগুলোতে ঝুঁকি ‘স্বল্প থেকে মাঝারি’ পর্যায়ের; যা কি না বিশ্বের যেকোনো বড় ইভেন্টের জন্য একটি স্বাভাবিক পরিস্থিতি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ মূল্যায়নটি বিসিবির নিরাপত্তা দলের কাছে তুলে ধরা হয় এবং এই সিদ্ধান্তে পৌঁছায় যে, দলের জন্য কোনো সামগ্রিক হুমকি নেই, তবে কিছু ভেন্যুতে ঝুঁকি কম থেকে মাঝারি এবং কিছু ভেন্যুতে কম থেকে শূন্য- বিশ্বজুড়ে আইসিসির মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী যা ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে গণ্য হয় না।
এর আগে সোমবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, আইসিসির পাঠানো চিঠিতে তিনটি কারণে (মোস্তাফিজের অন্তর্ভুক্তি, সমর্থকদের জার্সি পরা এবং নির্বাচন পরিস্থিতি) বাংলাদেশে দলের নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়েছে।
ইএসপিএনক্রিকইনফো লিখেছে, আসিফ নজরুলের দাবিগুলোকে আইসিসি পরিস্থিতির ভুল ব্যাখ্যা হিসেবে দেখছে। নিরাপত্তা মূল্যায়নে এমন কোনো বিষয় নেই যে, আইসিসি কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার ক্ষেত্রে শর্ত দিয়েছে, অথবা সমর্থকদের তাদের জার্সি পরে ঘোরাফেরা না করার নির্দেশ দিয়েছে, অথবা বাংলাদেশের জাতীয় নির্বাচন স্থগিত করা উচিত।
তবে ইএসপিএনক্রিকইনফো লিখেছে, তারা জানতে পেরেছে যে এই বিষয়ে আইসিসির অবস্থান অপরিবর্তিত রয়েছে; অর্থাৎ আগের সূচি অনুযায়ীই দলগুলো খেলবে বলে আশা করা হচ্ছে।
আরেক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে আইসিসি একটি স্বাধীন এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল এবং সেই এজেন্সি জানিয়েছে, বাংলাদেশ দলের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে।