পাকিস্তান সীমান্তে বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) এক পৃথক বিস্ফোরণে আরো তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্যাংক জেলার গোমাল বাজার সড়কে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান।

এদিকে, লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে একটি হামলায় তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হামলার পরপরই রাজ্যের পেশোয়ার, বান্নু এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদবিরোধী বিভাগ (সিটিডি)।

নিরাপত্তা বাহিনী দাবি করেছে, এই সন্ত্রাসবাদবিরোধী অভিযানে অন্তত আটজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং বেশ কিছু নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নকভি জানান, খাইবার পাখতুনখাওয়ায় শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের লড়াই অব্যাহত থাকবে।

পাকিস্তানের দাবি করে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পেরিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে।

 

  • নিহত
  • পাকিস্তান
  • বিস্ফোরণ
  • সীমান্ত
  • #