রাজধানীর লেক ও ডোবা থেকে দু’জনের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর ডোবা ও তুরাগের লেক থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে। মঙ্গলবার বিকালে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানিয়েছেন, দুপুর ২টার দিকে ১২ নম্বর সেকশন ঝিলপাড় এলাকার ডোবা থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শামছুর বলেন, নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

অপরদিকে, তুরাগ থানাধীন একটি লেক থেকে একই দিন দুপুরে আরেকজন পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়ে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সমর রায় বলেন, মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডি ক্রাইম সিন ফিঙ্গার প্রিন্টে তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তার পরনে কোন কাপড়-চোপড় ছিল না।

  • উদ্ধার
  • মরদেহ
  • রাজধানী
  • #