প্রতীকী ছবি
দক্ষিণ কেরানীগঞ্জ ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামের এক নিরাপত্তাপ্রহরী নিহত হয়েছেন। বুধবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জ পানগাও এলাকার বাসিন্দা মৃত নসা দেওয়ান ছেলে।
নিহতের জামাই মো. পিন্টু জানান, তার শ্বশুর আহমেদ দেওয়ান নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করেন। ভোরে বাসা থেকে কাজে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।